We’ve updated our Terms of Use to reflect our new entity name and address. You can review the changes here.
We’ve updated our Terms of Use. You can review the changes here.

অ​ত​ল জ​ল​ে​র গ​া​ন (Otol jOler gaan)

by Joler Gaan

supported by
Amy H
Amy H thumbnail
Amy H Being abroad really tested my ability to keep in touch with my Bangali music roots and listening to your unique folksy songs with amazing instruments really brought me back. I am so excited to listen to all that you have to offer! Favorite track: এমন যদি হত (Emon Jodi Hoto).
Anik Sumon
Anik Sumon thumbnail
Anik Sumon Your music inspired me writing poems again! There is something in your music. Don't know how to define this, I guess some journeys have no name Favorite track: রঙের গান (Ronger Gaan).
Suvra Das
Suvra Das thumbnail
Suvra Das thank you Joler gaan for finally making your music available, we have been craving it since first heard. thanks a million its priceless!
Montreal Canada fans. shuvro Favorite track: দূরে থাকা মেঘ (Dure Thaka Megh).
/
  • Streaming + Download

    Includes high-quality download in MP3, FLAC and more. Paying supporters also get unlimited streaming via the free Bandcamp app.
    Purchasable with gift card

      name your price

     

1.
আমি একটা পাতার ছবি আঁকি পাতাটা গাছ হয়ে যায়। মাথা ভরা সবুজ কচি পাতা গাছটাকে ছাতা মনে হয়। আরিরে আরি রাং ছুরিরে আরি ছুরি বাং। আমি একটা ফুলের ছবি আঁকি ভ্রমর উড়ে আসে তায়। ফুলে বসে ভ্রমর ফুলের মধু চুষে খায়। আরিরে আরি রাং ছুরিরে আরি ছুরি বাং। আমি ঝড় আঁকতে পারিনা তবু ঝড় বয়ে যায়... আমার উঠানে আমার আঙিনায়। হতভম্ব আর্টিসম্যান কিছুই বোঝেনা... হতভম্ব আর্টিসম্যান কিছুই জানেনা... হতভম্ব আর্টিসম্যান আঁকতে পারেনা... আরিরে আরি রাং ছুরিরে আরি ছুরি বাং।
2.
দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক যতটুকু পারা যায় সামলিয়ে রাখ মন মন সে তো পাল ছেড়া তরী যতদূরই যাক সে সবটুকু তোরই। সবটুকু কতটুকু একরত্তির সবকথা শেষ হলে এক সত্যির। মুখোমুখি হতে হয় নির্ঘুম রাতে, তুমি আমি সব্বাই সকলের হাতে। তারপরও ওরে মেঘ দূরে দূরে থাক ফাগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ। মন মন সে তো কত কথা বলে তার কথা শুনে কেউ ঝাঁপ দেয় জলে। উড়ে এসে জুড়ে বসে এক সুখ পাখি সুখ পাখি গান গায় কেউ শোনো তা কি! কার গান কোন গান তুমি কিছু জানো? জানো যদি তবে কেন এত কাছে টানো। তারপরও ওরে মেঘ দূরে দূরে থাক ফাগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ। শ্রাবনের হাওয়া এলে সামলিয়ে রাখ। দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক উড়ে উড়ে উড়ে উড়ে দূরে দূরে থাক উড়ে উড়ে উড়ে উড়ে দূরে দূরে দূরে দূরে
3.
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান, বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান। বন্ধু আইসোরে... কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান। ইষ্টি-কুটুম বৃষ্টি এলো সৃষ্টি হলো সুর, ভালোবাসায় ভাসলো খেয়া— ঐতো পাখিপুর। ইচ্ছে হলে এখন তুমি নাইতে পারো, বৃষ্টিজলে নূপুর পড়ে গাইতে পারো, এখানে সবাই স্বাধীন বাঁধনহারা, এখানে সবই নতুন— অন্যরকম অন্যধারা। টিবি ডাব টিবি ডাব টিবি ডিবি ডাব বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান, বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান। বন্ধু আইসোরে... কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান। বৃষ্টি পড়ে— টাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুপুর টিবি ডাব টিবি ডাব টিবি ডিবি ডাব
4.
কাগজের নৌকা কেউ বানিয়েছে তা চুপ চাপ ভাসিয়েছে জলে। রেলগাড়ি ঝমাঝম, কেউ বেশি কেউ কম নিজস্ব কথাটুকু বলে। সন্ধ্যের মুখোমুখি কার মুখ দেয় উঁকি কার কথা আজো বাজে কানে! কেনো এতো খোঁজাখুঁজি, এতোদিন পরে বুঝি জননী শব্দটার মানে। সেই ঘর সেই বাড়ি, দুষ্টুমি বাড়াবাড়ি— তাঁর কথা কখনো শুনিনি অবাধ্য ছেলেটাকে স্মৃতি কেনো পিছু ডাকে ভালোবাসা মানেই জননী। পাগলা ঘোড়া ছুটে ছুটে যায়। দিনটা কাটে শুধু ব্যাস্ততায় রাতটা কাটে গানে গানে— রাতটা কাটুক গানে পানে.....
5.
বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানও বান্ধাইলি। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটে। যার সনে যার ভালোবাসা, সেইতো মজা লুটে। আমার জামাই ধান বায় হরিণডাঙার মাঠে। সোনা দেহে ঘাম ঝরে দেইখা পরাণ ফাটে। শাওন ভাদর মাসে জামাই আদর করে। ইচ্ছে জামাই করবো আদর দানাতো নাই ঘরে।
6.
আয়না আয়না এখানে তুমি আমি প্রথমবার পরিচয়— এবার কাহিনী। নিঃশূন্য পৃথিবী একা বসে আঁকি একলার ছবি। আয় আয় আয় আয় চাঁদ— জোছনা আলোয় মাখা আঁধার কালো রাত। জোছনা আলোয় ভেজা আঁধার কালো রাত। চন্দনী আলোয় মাতুক আঁধার কালো রাত। আয়না আয়না হরেক রঙের বায়না— এটা চাইতো ওটা চাইনা কোনটা যে ঠিক তাও জানিনা। মনের ভেতর উড়াল পাখি গান গায় নাকি শুধু কান্না।
7.
ও ঝরা পাতা ও ঝরা পাতাগো তোমার সাথে আমার রাত পোহানো কথাগো তোমার সাথে আমার দিন কাটানো কথা হলুদ পাতার বুকে দিলো সবুজ পাতা চুম্। আর… শুকনো পাতা নূপুর পায়ে রুমঝুম… রুমঝুম… রুমঝুম। একটা পাতার ইচ্ছে হলো আকাশটাকে ছোঁবে পাখির সাথে মেললো ডানা সূর্য উঠলো পূবে। আগুনরাঙা সূর্যটার কুসুমরঙা আলোয় পাখিটারে পাতার আজকে লাগলো ভীষণ ভালো। ও ঝরা পাতা… পাতায় পাতায় কাব্য গাঁথা পাতায় লেখা গান। শিরায় শিরায় স্বপ্ন আমার ভীষণ অভিমান। কোন ছোবলে স্বপ্ন আমার হলো সাদাকালো আমার বসত অন্ধকারে তোরা থাকিস ভালো।
8.
উড়ছি কেন? কেউ জানেনা! যাচ্ছি কতদূর? আজন্ম এক পাপের বোঝা কাঙ্খিত ভাংচুর। তোমার ভুবন তোমার মতন যেমন ভোরের আলো। আমার বসত অন্ধকারে নিরব নিঝুম কালো। ভালোবাসার মগ্ন চিতায় পুড়ছি বছর কুড়ি। তুমি আকাশ আমি যেন লাটাইবিহীন ঘুড়ি। এমন কপাল ও মন আমার ধূসর নীলের দেশে, দিন যাপনের অষ্টপ্রহর স্বপ্নগুলো ভাসে।
9.
লিলুয়া বাতাস, নিরাগ পানি, আয়েসি বৈঠার ছুপ। শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ। কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব॥ ভাসতে ভাসতে সবুজ বিলের কুচলা কালো জলে, সাদা ফুলের হলুদ রেণু মেঘ পাখিদের দলে। ধূসর ঘুঘুর সাদা ফোটায় একলা দুপুর কাঁদে, ঝলমলিয়ে রোদের ছায়া পড়লো রঙের ফাঁদে॥ ধানের ক্ষেতে সবুজ বাতাস, ধূসর-কালো কাক নীল আকাশে দুহাত মেলে শঙ্খচিলের ডাক। রংধনু রঙে খলসে-পুটির ঝাঁক॥
10.
এমন যদি হত আমি পাখির মত উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহুদূরে ক্লান্ত ভবঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসেনা ঘুমও স্বার্থপর। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূণ্য ভীষণ শূণ্য মনে হয়। কী আর এমন হবে কে পেয়েছে কবে স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়। হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি। দিনের আলো কাটে উড়ে উড়ে তোমার আমার গানের সুরে।
11.
বাউলা বাতাস আউলা চুলে লাগলো দোলা গান ধরেছে পথের ধারে আত্মভোলা। সে গানে সুর থাকেনা লয় থাকেনা এমন সে গান— তবু সে মন কেড়ে নেয়, প্রাণ কেড়ে নেয় এমন সে টান। পারেনা সবাই হতে বিন্দুধারী পুরুষের উৎস জানি শুধুই নারী। দেহ আর দেহের সুরে মনের ভাষায় আপনাকে খুঁজে বেড়াই ভালোবাসায়। নিজেতেই লীন হয়ে যাই দিন সারাটা সাথী সেই সংগিনী আর দোতারাটা। আঁধারে মগ্ন প্রেমে চাঁদের সাথে পেয়েছি তোমার দেখা শুক্লারাতে।

about

Dear friend and music enthusiast,

We are overwhelmed to inform you that Joler Gaan is proud to announce the release of our first album “Otol JOler gaan”. This album has been produced using all acoustic instruments and unique composition that have been influenced by traditional and contemporary music notes from around the globe.

Joler Gaan wishes to release the album through multi mediums. As in the music will be released in television, radio, web, cds and other possible mediums at the same time. We shall keep the album free for our audience. However for the web, if anyone wishes to pay us something in return, we will accept the token, with love and respect. We shall handover few cds to our friends and well wishers to publicize it among their community. They can use pen drive, mp3 and all other resources to copy and distribute it among themselves.

For a person who wishes to keep a hard copy of the album will get the cds for a minimum cost of taka 35 (production cost only), with beautiful album art, available at Deshal and Jatra outlets. Our effort to keep it simple and easily available for our audience is to ensure that people of Bangladesh listens to good music at minimum cost and minimum effort.

We have started our music career in 2006. Since then we are performing around the country and beyond the boundary as well. However no record company has yet approached us or shown any interest to release our songs in their banners, neither we went to any of them. Nevertheless if any record label still wishes to appear in the horizon for us we will be, only too delighted to work with them. The cost for the album has been borne exclusively by Joler Gaan members, from the performance remuneration we have earned over the years. We would like to generate a positive message for the next generation, that money can never be an obstacle for good work.

Best wishes
Joler Gaan

www.jolergaan.com

credits

released April 12, 2013

Otol jOler gaan

Rahul Anand - vocals/flutes/dotara/noyontara/pianica
Kanak Aditya - vocals/ banjo/tarabaan
Saiful Jarnal – vocals/percussions
Shariful Islam - violin
ABS Xem – vocals/guitar
Sanjay - chondrabaan
Rana sarwar - cajon/percussions
Shyamal Karmakar -dhol/drums
Fazlul Kader Chowdhury Mithu - Sound Engineer

* Anusheh Anadil’s mystic voice on track-6
* Magical Colin Blakey on silver flute & Bodhran on track-1
Guitar on track-2, Melodica on track-6
* Alan Tweedie, for his continuous inspiration.

All compositions by Rahul Anand

All tracks recorded at Gaanbuzz
Mix & Master - Kanak, Mithu & SHARIFstation

Album art - Rahul Anand
Graphic Design- Sazzat hossain khan

with us - Shishir, Prajna

Produced by Joler Gaan
© 2013 Joler Gaan
All rights reserved

www.jolergaan.com

license

tags

about

Joler Gaan Dhaka, Bangladesh

We have started our music career in 2006. Since then we are performing around the country and beyond the boundary as well. We compose our song using all acoustic instruments and unique composition that influenced by traditional and contemporary music notes from around the globe. ... more

contact / help

Contact Joler Gaan

Streaming and
Download help

Report this album or account

If you like Joler Gaan, you may also like: