1. |
||||
..............গীতল চিঠি......~*
•••••••••••••••••••••••••••••••••••••••
১৩নভেম্বর'২০১৩
রূপনগর
ফুলকুমারী,
স্বর-ব্যঞ্জনে মালা গেঁথে...
বেঁধেছি এ গান ।
কথার ভাঁজে ঘুমিয়ে আছে -
জমিন আর আসমান ।
এই গানটা দিলাম তোকে-
আগলে রাখিস্ বুকে ...
হাওয়ায় হাওয়ায় - দমে দমে টান ।।
এই দিনটা দিলাম তোকে -
উদয় থেকে অস্ত...
বন্ধু আমার স্বপ্ন গুলো -
পাহাড় সমান মস্ত ।
রাতটা পাগলি তোর -
সন্ধ্যা থেকে ভোর...
মিছিমিছি কানামাছি
অকারণ অভিমান ।।
...কথার ভাঁজে ঘুমিয়ে আছে -
জমিন আর আসমান ।
হাওয়ায় হাওয়ায় - দমে দমে টান ।।
গান একটা ভাষা...যেমন,
ছোট্ট পাখির বাসা ।
ডানার তলে লুকিয়ে রাখে-
অবাক ভালোবাসা ।
গানটা তুই আর আমি-
জানে অন্তর্যামী ...
সোনার কাঠি রূপার কাঠি-
মেলাই প্রাণে প্রাণ ।।
...কথার ভাঁজে ঘুমিয়ে আছে -
জমিন আর আসমান ।
হাওয়ায় হাওয়ায় - দমে দমে টান ।।
গানটা গীতল চিঠি...যেমন,
নকশী শীতলপাটি ।
ঝরা সময়ে অবুঝ আমি-
সবুজ মাঠে হাঁটি ।
গানের ঘোরে নেশা-
সাপলুডু আর পাশা ...
হারি আর জিতি-ভয় নেই !
খেলবো শেষ দান ।।
...কথার ভাঁজে ঘুমিয়ে আছে -
জমিন আর আসমান ।
হাওয়ায় হাওয়ায় - দমে দমে টান...~*
ইতি,
ফুলকুমার
|
||||
2. |
এক কাপ চা [Ek Cup Cha]
05:13
|
|||
হরেক রঙের বাহারে
সকাল হল আহারে।
চুলার পারে উড়ছে ধোঁয়া
এক কাপ চা।
শিশির ভেজা দেহটাকে ঢাকছে কুয়াশা... অই হই....
ভোর হয় কারো পাখির গানে,
ভোর হয় কারো মাঝির টানে.... এ হে হে..
ঐ গানে টানে মেলেনা ভাই
নিষ্ঠুর এই সংসারে।
|
||||
3. |
||||
বাউলা বাতাস আউলা চুলে
লাগায় দোলা লাগায় দোলা
ও গায়ে আর যাবোনা মাগো তোমার চরণ ছুঁয়ে কই।
নীল নীল প্রজাপতি ওড়ে
ওড়ে ওড়ে ওড়ে ওড়ে হে...
ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ ভাসে
হাসে ভাসে হাসে ভাসে হে....
আকাশের পাখি ডাকে আমায় আয়রে আয়
বাতাসে ভর দিয়ে চল্
শূণ্যে বুক ভাসাই।
সবুজ ঘাসফড়িং নাচে
তাথৈ তাথৈ তা-ধিন্ তা-ধিন্
বৃষ্টির সুরে নূপুর বাজে
রিমঝিম রিম ঝিম রিমঝিম।
রাতটিপ চাঁদ ডাকে আমায় আয়রে আয়
উড়াল দে চুম্ খাই তোর সাদা কপালে।
ও গায়ে আর যাবোনা মাগো তোমার চরণ ছুঁয়ে কই।
|
||||
4. |
এই পাগল ! [ Ei Pagol ! ]
05:27
|
|||
পাগলি~*
তোমার জন্য আকাশ ভরা *তারা*
আমায় না হয় খোঁপার ফুলটি দিও~*
বাউল মনের আকুল করা সুরে...
*~এই পাগলের ভালোবাসা টুকু নিও~*
তোমার মেঠো পথের বাঁকে,
... নয়ন সুখে ঘাট ...
* * * ছড়ানো ঝরাফুল * * *
আমি বিনিসুতায় গাঁথি মালা***
হোক আরেকটি ভুল ।।
রঙ্গিলা বাতাসে উড়াও- মেঘে উত্তরীয়~
লীলুয়া বাতাসে উড়াও- দীঘল উত্তরীয়~~~
*~এই পাগলের ভালোবাসা টুকু নিও~*
ইতি,
রাহুল আনন্দ
২৭-০৭-২০১৩
রূপনগর
|
||||
5. |
||||
ফুলেতে ভ্রমরা ছিল
মধুকূপে ডুব পাড়িল
সেই লাল ফুলের পাঁপড়িগুলা
সবুজ পোকা বসে খায়...
নদীর কিনারায়... বসে বসে ভাবি....
নদীর কিনারায়...
মাগো ঘুমপাড়ানিয়া গান আর গাইয়োনা....
ঘুমের ঘোরে স্বপ্ন আসে মাগো!
স্বপ্নজুড়ে দৈত্য হাসে মাগো।
ঘুমের ঘোরে স্বপ্ন আসে মাগো!
স্বপ্নজুড়ে দৈত্য ভাসে মাগো.....
ঘুম আমার চোখে আসেনা।
ঘুমপাড়ানিয়া গান আর গাইয়োনা... মাগো....
|
||||
6. |
পঙ্খীরাজ [Ponkhiraaj]
06:11
|
|||
7. |
পাখির গান [Pakhir Gaan]
05:20
|
|||
সূয়া যাও যাওরে যাওরে তেপান্তর।
মাটির ঘরে বসত পাখির মাটিতে ঘর তোলে—
ধরতে গেলে সূয়া পাখি শূণ্যে উড়াল মারে।
সূয়া যাও যাওরে, যাওরে তেপান্তর।।
বনে বনে ওড়ে পাখি, মনে পড়ে ছায়া।
কোনবা দেশে, কোনবা বেশে পড়ে রবে কায়া।
সূয়া যায়, সূয়া যায়, সূয়া যাও যাওরে, যাওরে তেপান্তর।।
কালো রঙের গড়ন পাখির— সাদা রঙে ছাওয়া।
নিজ দেশে নয় বৈদেশে, রঙ্গিলা নাও বাওয়া।
সূয়া যায়, সূয়া যায়, সূয়া যাও যাওরে, যাওরে তেপান্তর।।
|
||||
8. |
একাকী আসর [Ekaki Ashor]
05:10
|
|||
ঘরের ভেতর ঘর
একাকী আঁসর
কথা গান সুর
গল্প প্রচুর
বানাই আমি আমার জন্যে
আমি রাজা আমি প্রজা
দোষী মনকে দেইযে সাজা
বানাই আমি আমার জন্যে
ছোট্ট দুখ ছোট্ট সুখ
ছোট ছোট মনের অসুখ
বানাই আমি আমার জন্যে
কেউ ভেবোনা ভাবনাগুলো
তোমায় দিয়ে যাব
মনের কথা শূণ্য জালে
শিকলে আটকাবো
বানাই আমি আমার জন্যে
কার জন্যে... আমার জন্যে
|
||||
9. |
||||
আন্ধার রাইতে চান্দের আলো
দেখলাম না নজরে।
এমন ধারার জনম আমার
মানুষ হইয়ারে।
হইতাম যদি পঙ্খী তবে
উড়াল দিতামরে,
ডালে ডালে বানতাম বাসা
দেখতাম জগৎরে।
ভাটা গাঙ্গে জোয়ার বিনে
নাও ভাসাইতামরে,
জনম গেল তবুও জোয়ার
দেখলাম না নজরে।
|
||||
10. |
আর নাই কেউ [Aar Nai Keu]
05:56
|
|||
কেউ যাহা জানে নাই কোনো এক বাণী –
আমি বহে আনি;
একদিন শুনেছ যে সুর –
ফুরায়েছে পুরনো তা — কোনো এক নতুন কিছুর
আছে প্রয়োজন,
তাই আমি আসিয়াছি, আমার মতন
আর নাই কেউ!
সৃষ্টির সিন্ধুর বুকে আমি এক ঢেউ
আজিকার: শেষ মুহুর্তের
আমি এক — সকলের পায়ের শব্দের
সুর গেছে অন্ধকারে থেমে;
তারপর আসিয়াছি নেমে
আমি;
আমার পায়ের শব্দ শোনো –
নতুন এ, আর সব হারানো — পুরনো।
|
||||
11. |
Joler Gaan Dhaka, Bangladesh
We have started our music career in 2006. Since then we are performing around the country and beyond the boundary as well. We compose our song using all acoustic instruments and unique composition that influenced by traditional and contemporary music notes from around the globe. ... more
Streaming and Download help
If you like Joler Gaan, you may also like: